মহান বিজয় দিবস উদযাপন ২০২৩
On the occasion of Great Victory Day Celebration 2023, Metropolitan University, Sylhet is going to conduct the following programme


  

সকাল ৯ টাঃ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ, চৌহাট্টা, সিলেট

সকাল ১০ টা ১৫ মিনিটঃ জাতীয় পতাকা ও ইউনিভার্সিটি পতাকা উত্তোলন, ইউনিভার্সিটি প্রাঙ্গন

সকাল ১০ টা ২০ মিনিটঃ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ

সকাল ১০ টা ৩০ মিনিটঃ আলোচনা সভা; স্থানঃ প্রফেসর এম. হাবিবুর রহমান হল

সকাল ১১ টা ৪৫ মিনিটঃ সাংস্কৃতিক অনুষ্ঠান

 

আলোচনা সভা

প্রধান অতিথিঃ   প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক, মাননীয় ভাইস চ্যান্সেলর

মুখ্য আলোচকঃ জনাব গাজী সাইফুল হাসান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, আইন ও বিচার বিভাগ  


সভাপতিঃ        প্রফেসর ড. সুরেশ রঞ্জন বসাক, ডিন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং সভাপতি, মহান বিজয় দিবস উদযাপন কমিটি 


সঞ্চালনাঃ জনাব তারেক ইসলাম, রেজিস্ট্রার

স্বাগত বক্তব্যঃ অনীক বিশ্বাস, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ ও সদস্য সচিব, মহান বিজয় দিবস উদযাপন কমিটি।

 

আয়োজিত অনুষ্ঠানসমূহে উপস্থিত থাকার জন্য শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দকে অনুরোধ জানানো যাচ্ছে।

 

 

তারেক ইসলাম

রেজিস্ট্রার

Back to Top